spot_img

আবারো মোনাকোর কাছে হেরে গেল পিএসজি

অবশ্যই পরুন

ইপিএলে নিউক্যাসেলকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে রেড ডেভিল। এদিকে, লিগ ওয়ানে সমর্থকদের হতাশ করেছে পিএসজি। মোনাকোর কাছে ২-০ গোলে হেরেছে পচেত্তিনোর শীষ্যরা।

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচশেষে বেশ খোশমেজাজে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গানার সোলশায়ার। নিউক্যাসেলের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে ছেলেরা। নির্ভার সোলশায়ারের গল্পের সঙ্গী আর কেউ নন খোদ হেরে ক্যাওয়া নিউক্যাসেল কোচ স্টিভ ব্রুস। দুজনের হাস্যোজ্জ্বল চেহারা দেখে বোঝার উপায় নেই একটু আগেই ইউনাইটেডের কাছে ধরাশায়ী হয়েছে ব্রুসের ছাত্ররা।

এর আগে ম্যাচের শুরু থেকেই নিউক্যাসেলকে চাপে রেখে খেলে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে, গোলের জন্য রেড ডেভিলদের অপেক্ষায় থাকতে হয়েছে ৩০ মিনিট পর্যন্ত। হ্যারি ম্যাগুইলোর সহায়তায় গোলের খাতা খোলেন রাশফোর্ড। ওল্ড ট্রাফোর্ডে শুরু হয় উৎসব।

কিন্তু ৬ মিনিট পরই স্বাগতিকদের হতাশ করেন সাঁ ম্যাক্সিমা। বার কয়েক সুযোগ পেয়েও, ব্যর্থ হওয়ার পর অবশেষে নিউক্যাসলকে সমতায় ফেরান ২৩ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার।সমতায় থাকা ম্যাচের মোড় ঘুরে যায় ৫৭ মিনিটে। ব্রুনো ফারনানদেসের পাস আর ড্যানিয়েল জেমসের চমতকার গোলে লিড পায় ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠে এই গোলেই পাল্টে যায় দৃশ্যপট। নতুন উদ্যমে লড়াইয়ে নামে রেড ডেভিল।

৭৪ মিনিটে রাশফোর্ড ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ইউনাইটেড। হঠাৎ পাওয়া মোক্ষম সুযোগটা দারুণভাবে লুফে নেন ফর্মে থাকা ফারনানদেস। পর্তুগিজ তারকার গোলেই শেষ পর্যন্ত ৩-১ এর জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড।

ইপিএলে ম্যানচেস্টার ইউনাইটেড জিতলেও, লিগ ওয়ানে পথ হারিয়েছে পিএসজি। নিজেদের শেষ ম্যাচেই চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে বিধ্বস্ত করে আসা প্যারিসিয়ানদের খুঁজেই পাওয়া যায়নি পার্ক দে প্রিন্সেসে। উল্টো তাদের হতাশায় ডুবিয়েছে মোনাকো।

৬ মিনিটেই পিএনজিকে হতাশ করেন ২০ বছরের ফরাসি তরুণ সোফেইন ডিউপ। লিড নেয় মোনাকো। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যারিপান। গোল পরিশোধে চেষ্টা করেও কুল কিনারা পায়নি পিএসজি। বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে জয় নিয়ে বাড়ি ফেরে মোনাকো।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে উদ্দাম ফ্যাশন শো, মাতালেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, হ্যালি বেরি

সৌদি আরবে 'খোলামেলা' পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওনসহ অনেকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ