spot_img

দেশের হয়ে খেলতে পারলে সবসময়ই ভালো লাগে: সাকিব

অবশ্যই পরুন

আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টি খেলতে ঢাকা ছাড়বে টাইগাররা। তবে ইনজুরি ও পারিবারিক কারণে দলের সাথে থাকতে পারছেন না টাইগারদের ভরসা সাকিব আল হাসান।

দলের সাথে না থাকতে পেরে বেশ মন খারাপ সাকিবের। একটি প্রতিষ্ঠানের পণ্যদূত হিসেবে ফেসবুক লাইভে এসে সাকিব বলেন, নিউজিল্যান্ড সফরে যেতে পারলে আমারও ভালো লাগত। নিউজিল্যান্ডে খেলার জন্য সবসময় মুখিয়ে থাকি। জায়গাটা এত সুন্দর। আমার অন্যতম প্রিয় জায়গা। একটা ওয়েস্ট ইন্ডিজ, আরেকটা নিউজিল্যান্ড। এই দুইটা জায়গা আমার খুবই পছন্দের। না যেতে পেরে খুবই খারাপ লাগছে। দুর্ভাগ্যবশত যাওয়া হচ্ছে না।

এছাড়া কয়েকদিন আগেই উইন্ডিজের বিপক্ষে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সেই সিরিজে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দলের জন্য অবদান রাখলেও ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে পড়ে সাকিব আল হাসান। এই বিষয়ে সাকিব বলেন, আমিও মিস করেছি। খেলতে পারলে সবসময়ই ভালো লাগে। কোনো খেলোয়াড়ই কোনো ম্যাচ হাতছাড়া করতে চায় না, বিশেষ করে ইনজুরির জন্য। দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। যত তাড়াতাড়ি সম্ভব ক্রিকেটে ফিরতে পারি।

সর্বশেষ সংবাদ

অর্থবছরের প্রথম চার মাসে সরকার ঋণ নিয়েছে ৫৯৫১৬ কোটি টাকা

বাজেট ঘাটতি অর্থায়নে সরকার চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে ব্যাংকব্যবস্থা থেকে ৫৯ হাজার ৫১৬ কোটি টাকা ঋণ নিয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ