মানুষের দেহে প্রথম বার্ড ফ্লু শনাক্ত করেছে রাশিয়া। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক সংবাদ সম্মেলনে দেশটির বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন।
রাশিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানের প্রধান আন্না পোপোভা বলেন, মানুষের দেহে এভিয়ান ফ্লু সংক্রমণের তথ্য এরইমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে রাশিয়া, ইউরোপ, চীনসহ বেশ কয়েকটি দেশে বার্ড ফ্লু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে বার্ড ফ্লুর অতি সংক্রামক এই ধরণটি পাখির জন্য প্রাণঘাতী হলেও মানুষের দেহে সংক্রমণের খবর এর আগে পাওয়া যায়নি।
ভাইরাসটি ভবিষ্যতে মিউটেট করতে পারবে কিনা সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে না পারলেও মানুষ থেকে মানুষের দেহে সংক্রমিত হওয়ার ক্ষমতা অর্জনের আগেই এই আবিষ্কারের ফলে ভাইরাসটির সম্ভাব্য মিউটেশন ও প্রতিরোধ নিয়ন্ত্রণের ব্যাপারে সময় পাওয়া যাবে বলে জানান তারা।