বগুড়ার শেরপুরে কলেজগেট এলাকায় বাস ও পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ১১ জন আহত হয়েছে।
খবর পেয়ে হতাহতদের উদ্ধারে কাজ করছে শেরপুর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
তবে আহতদের নাম-পরিচয় জানা গেছে। আহতরা হলো- পাবনার সাঁথিয়ার ইয়াকুব হোসেন (৪২), তার স্ত্রী সালমা (৩৪), ছেলে ইমতি ও শিশু ইমতিয়াজ (১৮ মাস) এবং বগুড়ার মিজান (৪০), ফিরোজ (৩৫), নাদিয়া আক্তার, মৌসুমী, পাভিন, লাভলী ও শিবগঞ্জের শিশু লাফিজ।
শেরপুর ফায়ার স্টেশনের ডিউটিম্যান জুয়েল হাসান (ফায়ার ফাইটার) ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর পৌনে ৫টার দিকে শেরপুরের কলেজগেট এলাকায় ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্য ছেড়ে আসা এসআর পরিবহনের একটি বাস ও ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৬ জন নিহত ও ১১ জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।