মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে করা বিক্ষোভে শনিবার (২০ ফেব্রুয়ারি) দুইজন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহতও হয়েছেন।
স্থানীয় গণমাধ্যম এবং হাসপাতাল সূত্রে বিবিসি শনিবার এক প্রতিবেদনে জানায়, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের শিপইয়ার্ডের কাছে শত শত বিক্ষোভকারী একটি র্যালির জন্য এক জায়গায় অবস্থান গ্রহণ করে। এসময় তাদেরকে ছত্রভঙ্গের জন্য পুলিশ গোলাবারুদ এবং রাবার বুলেট ছুঁড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
অং সান সু চির নির্বাচিত সরকার উচ্ছেদ করে চলতি মাসের শুরুতে এই অভ্যুত্থান ঘটায় মিয়ানমার সেনাবাহিনী। এরপর কয়েকসপ্তাহ থেকে বিক্ষোভকারীরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বিক্ষোভকারীরা সু চিসহ তার দল এনএলডি’র আটক নেতা-কর্মীদের মুক্তি দাবি করছে। সু চি অবশ্য আইন ভঙ্গ করে অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে গৃহবন্দী আছেন।
এদিকে দেশটির সেনাবাহিনী বলছে, ‘গত বছরের নির্বাচনে সু চির দল এনএলডি’র বড় ধরনের জয়ের পেছনে ভোট কারচুপি রয়েছে’। অবশ্য সেনাবাহিনী এটি এখনো কোনো প্রমাণ দিতে পারেনি।
মান্দালয়ের বিক্ষোভকারীদের ওপর এই সহিংসতায় প্রথমে মায়া থ্যা থ্যা খাইং নামে এক নারীর মৃত্যু হওয়ার খবর নিশ্চিতভাবে জানা যায়। তার মাথায় গুলি লাগে। তাছাড়া বুকে গুলিবিদ্ধ আরেকজনকে পাওয়া যায় বলে সূত্র জানায়।
এদিকে পুলিশ অবশ্য এই প্রাণঘাতী গোলাবর্ষণের কথা অস্বীকার করছে।