spot_img

আবারও হরতালের ডাক দিলেন কাদের মির্জা

অবশ্যই পরুন

নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আগামীকাল শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হরতালের ডাক দেন তিনি। এদিকে হরতাল কর্মসূচি ঘোষণার পরপরই কোম্পানীগঞ্জের বিভিন্ন সড়কে মিছিল করেছেন কাদের মির্জার সমর্থকরা।

এর আগে আজ শুক্রবার দুপুরে কোম্পানীগঞ্জে মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছে। এ ছাড়া অন্তত দুই পক্ষের ৩৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

গুলিবিদ্ধরা হচ্ছে, উপজেলার বড়রাজাপুর গ্রামের আবদুল ওয়াহিদের ছেলে সাইদুর রহমান (২৬), চরকাঁকড়া ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে নুরুল অমিত (২০), বসুরহাট পৌরসভার আবুল কালামের ছেলে রায়হান (২০)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, নোয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ওসি ও তদন্ত ওসিকে প্রত্যাহারের দাবিতে গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জে অর্ধ-দিবস হরতাল ডেকেছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button

সর্বশেষ সংবাদ

হাফপ্যান্ট পরে কনসার্ট করায় গায়িকাকে আক্রমণ

ভারতীয় গায়িকা সুনিধি চৌহান। বলিউডের বহু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ‘মস্ত’ ছবির ‘রুকি রুকি সি জিন্দেগি’ গানের পরই জনপ্রিয়তা...

এই বিভাগের অন্যান্য সংবাদ