spot_img

লাখ টাকার মাদক সহ গ্রেফতার বিজেপি নেত্রী

অবশ্যই পরুন

মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হল পশ্চিমবঙ্গ বিজেপি যুবমোর্চার সাধারণ সম্পাদক ও হুগলি জেলার দলীয় পর্যবেক্ষক পামেলা গোস্বামীকে। তার সঙ্গে গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা প্রবীর দে।

পামেলা কোকেন পাচারের সঙ্গে যুক্ত, এমন খবর পাওয়ার পর থেকেই তার গতিবিধির উপর নজর রাখছিল পুলিশ। শুক্রবার নিউ আলিপুর এলাকার এনআর অ্যাভেনিউতে পামেলার গাড়ি আটকে তল্লাশি চালানো হয়। অভিযোগ, তার গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ১০০ গ্রাম কোকেন। এরপরেই নেত্রীকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, এদিন তাদের সঙ্গে গাড়িতে ছিলেন কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী। তার নজর এড়িয়ে কীভাবে চলছিল মাদক কারবার, খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলার হ্যান্ড ব্যাগ এবং গাড়ির সিটের নিচ থেকে উদ্ধার হয় লক্ষাধিক মূল্যের ওই মাদক। লালবাজার সূত্রে জানা গিয়েছে, এই প্রথম নয়। মাদক পাচারের সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িত পামেলা। নিউ আলিপুরের এক কফিশপে মাদক নিয়ে আসতেন তিনি। তার গাড়ি দেখেই অন্য কারবারিরা চলে আসত ‘কনসাইনমেন্ট’ নিতে। এই পাচারের সঙ্গে আর কারা জড়িত, সে বিষয়ে তদন্ত শুরু করেছে লালবাজার। ভোটমুখী বঙ্গে এমন ঘটনার জেরে গেরুয়া শিবির যে বেশ খানিকটা চাপে পড়বে, এমনটা মনে করছে শহরের একাংশ। সূত্র: টিওআই।

সর্বশেষ সংবাদ

হাফপ্যান্ট পরে কনসার্ট করায় গায়িকাকে আক্রমণ

ভারতীয় গায়িকা সুনিধি চৌহান। বলিউডের বহু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ‘মস্ত’ ছবির ‘রুকি রুকি সি জিন্দেগি’ গানের পরই জনপ্রিয়তা...

এই বিভাগের অন্যান্য সংবাদ