spot_img

আফ্রিকায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা লক্ষাধিক

অবশ্যই পরুন

আফ্রিকায় মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা বৃহস্পতিবার এক লাখের মাইলফলক অতিক্রম করেছে। এদিকে মহাদেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩ লাখ ৪১ হাজার ১৯৭ জনে দাঁড়িয়েছে।

এ মহাদেশের বিভিন্ন দেশের সরকারি সূত্রের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি এএফপি’র পরিসংখ্যান থেকে মৃতের ও আক্রান্তের এ সংখ্যা জানা যায়। খবর এএফপি’র।

পরিসংখ্যানে বলা হয়, ইউরোপ, ল্যাটিন আমেরিকা ও উত্তর আমেরিকার তুলনায় এ অঞ্চলের দেশগুলোতে মৃতের সংখ্যা কম। তবে সেখানের দক্ষিণ আফ্রিকা কোভিড-১৯ ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আফ্রিকায় করোনায় মোট মৃত্যুর প্রায় অর্ধেক ঘটেছে দক্ষিণ আফ্রিকায়।

২০১৯ সালের ডিসেম্বরে বিশ্বে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর আফ্রিকার ৫৪ টি দেশে এসব মৃত্যু রেকর্ড করা হয়।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ