আজ শুক্রবার রাজধানীর কাঁচাবাজারে বিক্রি হচ্ছে জমজমাট। কাঁচাবাজারে বেগুন, টমেটো, সিমসহ কয়েকটি সবজির দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে বেশিরভাগ সবজির দাম। তবে বাড়তি মাছের দাম। স্থিতিশীল মাংসের বাজারও।
আজ সকালে নানা পদের সবজিতে ঠাসা রাজধানীর এই কাঁচাবাজার। সরবরাহ পর্যাপ্ত হলেও দাম নিয়ে রয়েছে ক্রেতাদের অসন্তোষ। পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্য তুলনামূলক বেশি বলে অভিযোগ তাদের। শুধু তাই নয় দোকান ভেদে একই সবজি বিক্রি হচ্ছে ভিন্ন দামে।
বাজার ঘুরে দেখা গেছে, শিম প্রতি কেজি ১২০ টাকা, আলু ৫৫ টাকা কেজি, ফুল কপি এতি পিস ২০ টাকা, পিয়াজ দেশিটা ৩০ টাকা। রশুন দেশিটা কেজি ১২০ টাকা, আদা ৫ প্রাম ১৩০ টাকা, টমেটো ৫০ টাকা কেজি, কাচা মরিচ ১০০ টাকা কেজি, পটোল ৭০ টাকা কেজি, লেবু হালি ২৫ টাকা। গাজর কেজি ৭০ টাকা। ঢেড়শ কেজি ৬০ টাকা, ধনে পাতা ১০০ গ্রাম ২০ টাকা, লাল শাক একমঠো ১৫ টাকা, দেশি আদা কেজি ১১০ টাকা, শসা ৪০ টাক কেজি, চিচিঙ্গা কেজি ৪০ টাকা, পালং শাক একমঠো ৩০ টাকা, লাউ শাক এক মুঠো ২৫ টাকা, কচুমুখ এক কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি পিস ৩৫ টাকা, রববোটি কেজি ৫০ টাকা, লম্বা বেগুন কেজি ৯০ টাকা, কাচা কলা হালি ৪০ টাকা, পুই শাক এক মুঠো ৩০ টাকা, করল্লা কেজি ৪০ টাকা, চাল কুমড়া প্রতি পিস ২৫ টাকা। লাউ প্রতি পিস ২৫ টাকা, ডাটা শাক এক মুঠো ১৫ টাকা, গোল বেগুন প্রতি কেজি ১১০ টাকা, ঝিংগা প্রতি কেজি ৪০ টাকা, মুলা কেচি ২০ টাকা, লতি প্রতি কেজি ৫০ টাকা, ধুরদুল কেজি ৪০ টাকা, পুদিনাপাতা একশ গ্রাম ৫০ টাকা, থানকুনি পাতা এক মুঠো ১০ টাকা ।
মাছের দরদাম ওঠানামা নিয়ে ভিন্ন কথা বলছেন বিক্রেতা। বাজারে প্রতিকেজি চিংড়ি ৭শ, পাবদা ১ হাজার থেকে ১২শ’, কেজিওজনের বোয়াল ৩৫০, টেংরা ৩২০ থেকে ৬শ’, রুই-কাতল ২২০ থেকে ২৩০ আর পাঁচমিশালি ২শ’ টাকা।
মাংসের বাজারে ব্রয়লার মুরগি ১৬০ টাকা। গরুর মাংস ৪০০ টাকা। আর খাসির মাংস বিক্রি হচ্ছে সাড়ে ৬০০ টাকা কেজি দরে।