spot_img

মঙ্গলে নাসার রোবট যানের ঐতিহাসিক অবতরণ

অবশ্যই পরুন

অক্ষত অবস্থায় মঙ্গলের মাটি ছুঁলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র পারসিভারেন্স রোভার। বাংলাদেশ সময় শুক্রবার সকালে, গ্রহটির বিষুবরেখা এলাকা কাছে জেজিরো’র কাছে অবতরণ করে রোবটরূপী ছোট্ট মহাকাশযানটি।

মিশনের উপ-ব্যবস্থাপক ম্যাট ওয়ালেস নিশ্চিত করেন এ তথ্য। আগামী দুই বছর মঙ্গলপৃষ্ঠেই ঘুরে বেড়াবে ছয় চাকার রোবটটি। কোনোকালে সেখানে প্রাণের অস্তিত্ব ছিল কিনা, তা জানতে সংগ্রহ করবে পাথরের নমুনা ও তথ্য-উপাত্ত। ধারণা করা হয়, নিরক্ষরেখা এলাকা জেজিরোতেই কয়েকশ’ বছর আগে একটি বিশালাকৃতির হ্রদ ছিল। আর পানি মানেই প্রাণের সম্ভাবনার চিহ্ন।

এ পর্যন্ত মঙ্গলগ্রহে পাঁচটি রোভার পাঠিয়েছে নাসা। বলা হচ্ছে, এর মধ্যে পারসিভারেন্স জ্যোতির্বিজ্ঞানের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন রোভার। ঐতিহাসিক এ অবতরণের পরপরই আনন্দে ফেটে পড়ে ক্যালিফোর্নিয়ায় নাসার কন্ট্রোল রুমে অবস্থানরত প্রকৌশলীরা।

সর্বশেষ সংবাদ

কলার যত উপকারিতা

সহজলভ্যতা, পুষ্টিগুণ, এবং সুস্বাদু হওয়ার কারণে কলা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় স্থান পেয়েছে। কলা বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান যেমন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ