আসন্ন ১৪তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম শেষ হলো বৃহস্পতিবার। দিনক্ষণ চূড়ান্ত না হলেও এপ্রিল থেকে মে মাস পর্যন্ত হবে এই আসর। তার আগে চেন্নাইয়ে হয়ে গেলো জমকালো নিলাম।
এই খেলোয়াড় কেনাকাটায় সবচেয়ে দাম দিয়ে ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্রিস মরিসকে কিনেছে রাজস্থান রয়্যালস। ২০০৮ সালে উদ্বোধনী আসরের চ্যাম্পিয়নরা এজন্য খরচ করেছে ভারতীয় ১৬ কোটি ২৫ লাখ রুপি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুই খেলোয়াড়ের পেছনেই খরচ করেছে প্রায় ৩০ কোটি রুপি। নিলামের শুরুতেই তারা ১৪ কোটি ২৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে কেনে, যার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। পরে ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের নিউ জিল্যান্ডের পেসার কাইল জেমিসনকে ১৫ কোটিতে নেয় বিরাট কোহলির দল।
১৪ কোটি রুপি দাম উঠেছে আরও এক খেলোয়াড়ের। পাঞ্জাব কিংস এই দামে কিনেছে অস্ট্রেলিয়ার বোলিং অলরাউন্ডার ঝাই রিচার্ডসনকে, তার ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপি। পঞ্চম সর্বোচ্চ দাম সোয়া ৯ কোটি রুপিতে কৃষ্ণাপ্পা গৌতমকে কিনেছে তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এই ভারতীয় বোলিং অলরাউন্ডারের ভিত্তিমূল্য ছিল ২০ লাখ রুপি। দিনের শেষ বিড ছিল ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারকে নিয়ে। তাকে নিয়ে কোনও কাড়াকাড়ি হয়নি। ২০ লাখ রুপি ভিত্তিমূল্যে তার ঠাঁই হয়েছে বাবার সাবেক ক্লাব মুম্বাই ইন্ডিয়ান্সে।
এবারের আইপিএলে ফিরছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের সাকিবকে ৩ কোটি ৩০ লাখে ফিরিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সর্বশেষ এই বাঁহাতি অলরাউন্ডার খেলেছেন ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদে। আর ১ কোটি রুপি ভিত্তিমূল্যে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে রাজস্থান। হায়দরাবাদ ও মুম্বাইয়ের পর তৃতীয় কোনও ক্লাবের হয়ে আইপিএল খেলতে যাচ্ছেন বাঁহাতি পেসার।
আইপিএলের নিলাম শেষে কোন দল কাকে নিলো, এক ঝলকে দেখে নেওয়া যাক-
চেন্নাই সুপার কিংস: কৃষ্ণাপ্পা গৌতম (৯.২৫ কোটি), মঈন আলী (৭ কোটি), চেতেশ্বর পুজারা (৫০ লাখ), কে ভগৎ ভার্মা (২০ লাখ), সি হরি নিশান্ত (২০ লাখ), এম হরিশঙ্কর রেড্ডি (২০ লাখ)।
দিল্লি ক্যাপিটাল: টম কারান (৫.২৫ কোটি), স্টিভ স্মিথ (২.২ কোটি), স্যাম বিলিংস (২ কোটি), উমেশ যাদব (১ কোটি), রিপাল প্যাটেল (২০ লাখ), বিষ্ণু বিনোদ (২০ লাখ), লুকমান মেরিওয়ালা (২০ লাখ), এম সিদ্ধার্থ (২০ লাখ)।
কলকাতা নাইট রাইডার্স: সাকিব আল হাসান (৩.২ কোটি), হরভজন সিং (২ কোটি), বেন কাটিং (৭৫ লাখ), করুন নায়ার (৫০ লাখ), পবন নেগি (৫০ লাখ), শেল্ডন জ্যাকসন (২০ লাখ), ভেঙ্কেটেশ আইয়ার (২০ লাখ), বৈভব অরোরা (২০ লাখ)।
মুম্বাই ইন্ডিয়ান্স: নাথান কোল্টার নাইল (৫ কোটি), অ্যাডাম মিলনে (৩.২ কোটি), পিযুষ চাওয়াল (২.৪ কোটি), জেমস নিশাম (৫০ লাখ), যুধবীর চারাক (২০ লাখ), মার্কো জ্যানসেন (২০ লাখ), অর্জুন টেন্ডুলকার (২০ লাখ)।
পাঞ্জাব কিংস: ঝাই রিচার্ডসন (১৪ কোটি), রিলি মেরেদিথ (৮ কোটি), শাহরুখ খান (৫.২৫ কোটি), মোয়াসেস হেনরিকস (৪.২ কোটি), ডেভিড মালান (১.৫ কোটি), ফ্যাবিয়ান অ্যালেন (৭৫ লাখ), জালাজ সাক্সেনা (৩০ লাখ), সৌরভ কুমার (২০ লাখ), উৎকর্ষ সিং (২০ লাখ)।
রাজস্থান রয়্যালস: ক্রিস মরিস (১৬.২৫ কোটি), শিবম দুবে (৪.৪ কোটি), চেতন সাকারিয়া (১.২ কোটি), মোস্তাফিজুর রহমান (১ কোটি), লিয়াম লিভিংস্টোন (৭৫ লাখ), আকাশ সিং (২০ লাখ), কেসি কারিয়াপ্পা (২০ লাখ), কুলদীপ যাদব (২০ লাখ)।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: কাইল জেমিসন (১৫ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (১৪.২৫ কোটি), ড্যান ক্রিস্টিয়ান (৪.৮ কোটি), শচীন বেবি (২০ লাখ), রজত পাতিদার (২০ লাখ), মোহাম্মদ আজহারউদ্দিন (২০ লাখ), সুয়াশ প্রভুদেশাই (২০ লাখ), কেএস ভরত (২০ লাখ)।
সানরাইজার্স হায়দরাবাদ: কেদার যাদব (২ কোটি), মুজিব উর রহমান (১.৫ কোটি), জে সুচিথ (৩০ লাখ)।