spot_img

ইরানের পরমাণু ইস্যুতে ইউরোপ-আমেরিকার কূটনীতিকদের দৌড়ঝাঁপ

অবশ্যই পরুন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু সমঝোতা ইস্যুতে ইউরোপ এবং আমেরিকার শীর্ষ পর্যায়ের কূটনীতিকদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাঁচানোর উপায় নেই নিয়ে আলোচনা করতে বৈঠকে বসতে যাচ্ছেন।

আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ইরান পরমাণু সমঝোতার বাড়তি প্রটোকল বাস্তবায়ন স্থগিত করবে বলে ঘোষণা দেয়ার পর পশ্চিমা কূটনীতিকদের এই তৎপরতা শুরু হয়েছে।

কাতারের আল-জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, জার্মান ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্স সফরে যাচ্ছেন এবং আজই প্যারিসে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁর আমন্ত্রণে এ বৈঠক হচ্ছে। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিংকেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন।

২১ ফেব্রুয়ারির পর থেকে তেহরান বাড়তি প্রটোকল বাস্তবায়নে সহযোগিতা বন্ধ করে দিলে আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন বা আইএইএ’র প্রতিনিধিদল আকস্মিকভাবে ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করতে পারবে না। ইরানের সঙ্গে চলমান সংকট নিরসনের উপায় নিয়ে আলোচনা করতে শনিবার তেহরান  সফরে যাচ্ছেন আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

গত ডিসেম্বর মাসে ইরানের জাতীয় সংসদ একটি বিল পাস করেছে। এতে আইএইএ’র সঙ্গে বাড়তি প্রটোকল বাস্তবায়নে সহযোগিতা বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে ইরান সরকারকে। সংসদে পাস ওহয়ার পর এ আইন মানতে বাধ্য ইরান সরকার।

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ