কপোতাক্ষে ভেসে উঠল শ্রমিকের মরদেহ, নিখোঁজ ২

অবশ্যই পরুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়াতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে বাবর আলী নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন দুই শ্রমিক।

আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের বিপরীতে খুলনার কয়রা উপজেলার দশালীয়া এলাকায় কপোতাক্ষ নদে মরদেহটি ভেসে উঠলে তা উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহত শ্রমিক বাবর আলী সরদার (৪৫) আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের মনজিল সরদারের ছেলে। নিখোঁজ দুই শ্রমিকের নাম শফিকুল ইসলাম ও আব্দুল আজিজ।

প্রত্যক্ষদর্শী হাসানুল জানান, দুপুর ১২টার দিকে কপোতাক্ষ নদের দশালীয়া এলাকাস্থ কপোতাক্ষ নদে সাদা কিছু একটা ভাসতে দেখে স্থানীয়রা। তাদের চিৎকার শুনে লোকজন খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তারেক হাসান ভুঁইয়া জানান, নিখোঁজ বাকি দুই শ্রমিককে উদ্ধারে তৃতীয় দিনের মতো অভিযান চলছে।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ