সম্প্রতি ফিলিস্তিনি এক বালকের ছোট একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ইয়েনি শাফাক। হৃদয়ে কুরআনের ভালোবাসা ধারণকারী বাবা ও ছেলের মাঝে আবেগঘন এক মুহূর্ত প্রকাশ পেয়েছে ফুটেজটিতে।
ভিডিওটিতে দেখা যায়, বাবাকে সামনে বসিয়ে ফিলিস্তিনি ওই বালক সূরা বাকারার সর্বশেষ ২৮৬ নম্বর আয়াতের অংশবিশেষ মুখস্ত পাঠ করছে। ছেলেটি আয়াত মুখস্ত বলা শেষে সোফা থেকে লাফ দিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। তারপর তারা মহান আল্লাহর উদ্দেশে শুকরিয়া জানিয়ে একত্রে সিজদা করেন।
সম্পূর্ণ পবিত্র কুরআন মুখস্ত করে হাফেজ হওয়ার পর ছেলে ও বাবার আনন্দ প্রকাশের মুহূর্তটুকু ধারণ করা হয় ভিডিও ফুটেজটিতে।
আয়াতটির ওই অংশটুকু হলো,
رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
‘রব্বনা ওয়ালা তুহাম্মিলনা মা-লা ত্বা-ক্বাতা লানা বিহী। ওয়া‘ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলা-না ফানসুরনা আলাল ক্বাউমিল কাফিরীন।’
যার অর্থ- ‘হে আমাদের রব! আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ আমাদের নেই। আর আপনি আমাদের পাপ মোচন করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন, আপনিই আমাদের অভিভাবক। অতএব কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন।’
ইয়েনি শাফাকে প্রকাশিত ভিডিও,
সূত্র : ইয়েনি শাফাক