spot_img

যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়ে নিহত বেড়ে ৩১

অবশ্যই পরুন

তীব্র তুষারঝড় ও তুষারপাতে যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। টেক্সাস, কুইজিয়ানা, কেন্টাকি, নর্থ ক্যারোলাইনা এবং মিসৌরিতে তুষারঝড়ের প্রভাবে হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এছাড়া জেনারেটর ও গাড়ির ভেতর কার্বন মনোক্সাইড বিষক্রিয়াতেও মৃত্যু হয়েছে কয়েকজনের।

টেক্সাস অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন লাখো মানুষ। সোমবার (১৫ ফেব্রুয়ারি) টেক্সাসের বড় একটি অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দেখা দিয়েছে খাবার ও পানির সংকট। এছাড়াও ব্যাহত হচ্ছে টিকাদান কর্মসূচি। বরফে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের চার ভাগের তিন ভাগ অঞ্চল।

নতুন আরেকটি তুষারঝড়ের কারণে দেশটির দক্ষিণাঞ্চলে চলতি সপ্তাহেও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়া কোন কোন জায়গায় ৬ ইঞ্চি পর্যন্ত বরফ পড়তে পারে।

সর্বশেষ সংবাদ

কপ-২৯ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৫...

এই বিভাগের অন্যান্য সংবাদ