spot_img

সারাবিশ্বে ভ্যাকসিন বন্টন ব্যবস্থা নিয়ে উদ্বেগ জাতিসংঘের

অবশ্যই পরুন

সারা বিশ্বে ভ্যাকসিন বন্টন ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির অভিযোগ, গেলো কয়েক মাসে যত ভ্যাকসিন উৎপাদন হয়েছে তার ৭৫ শতাংশই পেয়েছে ধনী ১০ দেশ।

অথচ এখনও এক ডোজও পায়নি কমপক্ষে ১৩০ দেশ। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এ সময় তিনি, প্রত্যেক দেশে স্বচ্ছভাবে ভ্যাকসিন বন্টন নিশ্চিতের আহ্বান জানান।

এদিকে দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিনের বন্টন নিশ্চিতে ইয়েমেন, সিরিয়া, দক্ষিণ সুদান, সোমালিয়া, ইথিওপিয়া’সহ সংঘাতময় এলাকাগুলোতে অস্ত্র বিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। দ্রুত কোভ্যাক্সের মাধ্যমে টিকা বন্টনের দাবিও জানানো হয়।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, করোনার যত ভ্যাকসিন উৎপাদন হয়েছে তা যথেষ্ট। কিন্তু কঠিন এই সময়ে টিকার সমবণ্টন বড় নৈতিক পরীক্ষা গোটা বিশ্বের জন্য। আমাদের উচিৎ যতদ্রুত সম্ভব সব দেশে সবার কাছে ভ্যাকসিন পৌঁছে দেয়া।

সর্বশেষ সংবাদ

কপ-২৯ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৫...

এই বিভাগের অন্যান্য সংবাদ