spot_img

‘এই মুহূর্তে এমবাপেই বিশ্বের সেরা ফুটবলার’

অবশ্যই পরুন

চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে বার্সেলোনার বিপক্ষে দাপট দেখান কিলিয়ান এমবাপে। সেই সঙ্গে তিনি তুলে নেন দুর্দান্ত হ্যাটট্রিক। শেষ পর্যন্ত তার নৈপুণ্যে বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়ে দেয় পিএসজি। এরপর থেকে অনেকেই মনে করছেন, এমবাপে এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার। তবে আঁতোয়ান গ্রিজমান এখনই তেমনটা ভাবছেন না। তিনি আশা করছেন একদিন ঠিকই লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর কাতারে পৌঁছাবেন।

বর্তমানে মেসি-রোনাদোর পাশাপাশি অনেকেই নেইমারকে রাখেন। কিন্তু মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো প্রথম লেগে বার্সার মাঠে এমবাপের হ্যাটট্রিকের পর ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার জো কোল বলেন, ‘এই মুহূর্তে এমবাপেই বিশ্বের সেরা ফুটবলার।’

জো কোল এমবাপেকে বিশ্বের সেরা ফুটবলার বললেও গ্রিজমান বলছেন ভিন্নকথা, ‘তার জন্য ভালো লাগছে। সে খারাপ খেললে সমালোচনা হয়। এটা সহজ বিষয়। কিন্তু আমার মতে পিএসজি ভবিষ্যৎ তারকা পেয়ে গেছে, এমন কেউ যে মেসি-রোনালদোর কাতারে পৌঁছাবে। দুর্দান্ত একটা ম্যাচ খেলেছে।’

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে উদ্দাম ফ্যাশন শো, মাতালেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, হ্যালি বেরি

সৌদি আরবে 'খোলামেলা' পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওনসহ অনেকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ