প্রথম ওয়ানডে ম্যাচ যদিও ১৯ মার্চ, তবে জাতীয় দল নিউজিল্যান্ড যাবে তারও প্রায় ২৫ দিন আগে। বলার অপেক্ষা রাখে না, করোনার কারণেই এতটা সময় হাতে নিয়ে নিউজিল্যান্ড যাবে টাইগাররা।
এদিকে টিম বাংলাদেশ যখন নিউজিল্যান্ডে ওয়ানডে আর টি-টুয়েন্টি খেলবে, প্রায় একই সময় দেশের মাটিতে এইচপি দল খেলবে আইরিশ উলভসের বিপক্ষে। বাংলাদেশের এইচপি বহরের সাথে খেলার জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশে আসবে আইরিশ উলভস।
বাংলাদেশ সফরে একটি চারদিনের, পাঁচটি ওয়ানডে আর দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে সফরকারি আইরিশ উলভস ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় এমিরেটসের ফ্লাইটে আয়ারল্যান্ড থেকে দুবাই হয়ে ঢাকা পৌঁছাবে আইরিশরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি চার্টার্ড ফ্লাইটে করে চট্টগ্রাম চলে যাবে আইরিশ উলভস দল। সেখানে একমাত্র ৪ দিনের ম্যাচ খেলার পর তিনটি ওয়ানডেও খেলবে।
এরপর ঢাকা পর্ব। সেখানে প্রথমে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচ আর পরে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।