টি-টুয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ম্যাচ জয়ে শীর্ষে পাকিস্তান ক্রিকেট দল। ১৬৩ ম্যাচে অংশ নিয়ে রেকর্ড সর্বোচ্চ ১০০ টিতে জয় পেয়েছে বাবর আজমরা।
এ তালিকায় দ্বিতীয় পজিশনে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। বিরাট কোহলিরা ১৩৭ ম্যাচে অংশ নিয়ে জিতেছে ৮৮ খেলায়।
তিন নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাফ ডু প্লেসিস-কুইন্টন ডি ককরা ১২৭ ম্যাচে অংশ নিয়ে জিতেছে ৭২ খেলায়। ১৩১ ম্যাচে ৬৯ আর ১২৬ ম্যাচে অংশ নিয়ে ৬৬টিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট দল।
নিউজিল্যান্ড, শ্রীলংকা আর ওয়েস্ট ইন্ডিজ ১৩৭, ১২৮ ও ১২৭ ম্যাচে অংশ নিয়ে যথাক্রমে- ৬৬, ৬০ ও ৫৬ খেলায় জয় পেয়েছে। ৮১ ম্যাচে অংশ নিয়ে ৫৫টিতে জয় পেয়েছে আফগানিস্তান।
আর ৯৮ ম্যাচে অংশ নিয়ে আয়ারল্যান্ড জিতেছে ৪২ খেলায়। ৯৬ ম্যাচে অংশ নিয়ে মাত্র ৩২টিতে জয় পেয়েছে বাংলাদেশ।
টেস্ট স্ট্যাটাস পাওয়া ১২ দলের মধ্যে টি-টুয়েন্টিতে জয়ের দিক থেকে সবার নিচে পড়ে আছে জিম্বাবুয়ে। ৭৯ ম্যাচ খেলে তারা জিতেছে মাত্র ২০টিতে।