জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনকে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সংস্থাটি অ্যাস্ট্রাজেনিকার কোভিড -১৯ ভ্যাকসিনকে জরুরিভাবে ব্যবহারের অনুমোদন দিয়েছে, যাতে বিশ্বের উন্নয়শীল দেশগুলো দ্রুত টিকা পায়।
এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের ফলে উন্নয়নশীল দেশগুলোর জন্য ভ্যাকসিন পাওয়া সহজ হবে বলে মনে করছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই সংস্থা। ভ্যাকসিনের বৈধতা দানের ফলে বিভিন্ন দেশের আমদানি ও প্রয়োগে আরও গতি বাড়বে। ইতিমধ্যে বিশ্বের কয়েকটি দেশে জরুরিভিত্তিতে অক্সফোর্ডের টিকাদান কর্মসূচি চলছে।
এর আগে গত বছরের ডিসেম্বরেফাইজার-বায়োএনটেকের টিকা তালিকাভুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফাইজারের চেয়ে অক্সফোর্ডের ভ্যাকসিন বিতরণ করা সহজ, এছাড়া দামেও তুলনামুলক কম।
মহামারি রোধে ইতিমধ্যে চীন, রাশিয়াও নিজেদের প্রযুক্তিতে ভ্যাকসিন আবিষ্কারে সক্ষমতা দেখিয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার ২২৮ জন এবং মৃত্যু হয়েছে ২৪ লাখ ১১ হাজার ৪৩৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ৭২৮ জন।