ইন্দোনেশিয়ার ইস্ট জাভায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসের ঘটনায় দু’জনের মৃত্যু এবং ১৪ জন আহত হয়েছেন। এ দুর্যোগে এখনো আরো ১৬ জন নিখোঁজ রয়েছে। খবর সিনহুয়ার।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) নগানজুক সোস্যাল অ্যাফেয়ার্স এজেন্সির জরুরি পরিস্থিতি মোকাবেলা ইউনিট জানায়, উদ্ধারকর্মীরা নগানজুক জেলায় দু’জনের লাশ উদ্ধার করেছে। এছাড়া তারা এ জেলায় দু’জনকে জীবিত উদ্ধার করে।
বার্তা সংস্থা আনতারা এ ইউনিটের সমন্বয়ক আরিস ত্রিয়ো ইফেন্ডির উদ্ধৃতি দিয়ে সোমবার জানিয়েছে, ‘ভারী উদ্ধার সামগ্রি দুর্যোগ কবলিত এলাকার উদ্দেশে পাঠানো হয়েছে। সেখানে এখনো ১৬ জন নিখোঁজ রয়েছে।’
ইফেন্ডি জানান, অনেক আবাসিক এলাকার বিভিন্ন বাড়ি ভূমিধসের ঝুঁকির মুখে রয়েছে। ইতোমধ্যে ভূমিধসে কমপক্ষে ১৩ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরো জানান, চরম ঝুঁকির মুখে থাকায় ১৬০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।