spot_img

নেপাল-শ্রীলংকাতেও বিজেপি সরকার চান অমিত শাহ

অবশ্যই পরুন

বেফাঁস মন্তব্য করে আলোচনায় সব সময় থাকেন ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জড়িয়ে বক্তব্য দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিজেপি থেকে নির্বাচিত এ মুখ্যমন্ত্রী।

শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিপ্লব বলেছেন, শুধু ভারতেই নয়, শ্রীলংকা, নেপালেও সরকার গড়ার পরিকল্পনা রয়েছে অমিত শাহের। খবর আনন্দবাজার

তার দাবি, অমিত শাহ তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে ত্রিপুরা সফরে এসেছিলেন। সে সময় রাজ্যের নেতাদের সঙ্গে এক চা-চক্রে এ কথা অমিত তাকে জানিয়েছিলেন।

বিপ্লবের কথায়, রাজ্যের অতিথি নিবাসে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলাম। তখন বিজেপির উত্তর-পূর্বের আঞ্চলিক সম্পাদক অজয় জামওয়াল বলেন, ভারতের প্রায় সব রাজ্যেই সরকার গড়েছে বিজেপি। এই কথার জবাবে শাহ বলেছিলেন, এখনো শ্রীলংকা এবং নেপাল বাকি। ওই দুই দেশে আমাদের দলকে ছড়িয়ে দিতে হবে। জিতে সরকার গড়তে হবে।

তিনি আরো বলেন, কমিউনিস্টরা দাবি করতেন তারা বিশ্বের সবচেয়ে বড় দল। এই রেকর্ড অমিত শাহ ভেঙেছেন। বিজেপিকে বিশ্বের সবচেয়ে বড় দল বানিয়েছেন।

এছাড়া বিজেপি এলে কেরালায় প্রতি ৫ বছরে সরকার বদলানোর ধরন শেষ হবে বলে দাবি বিপ্লবের। তার মতে, পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরে যাবেন।

এদিকে বিপ্লবের এ মন্তব্য নিয়ে সমালোচনা করেছে সিপিএম এবং কংগ্রেস। রাজ্যের দুই বিরোধী দলের দাবি, অনেক দিন ধরেই নেপাল, ভুটান, শ্রীলংকাকে যুক্ত করে হিন্দুরাষ্ট্র গঠনের পরিকল্পনা রয়েছে আরএসএসের।

সিপিএম নেতা বাদল চৌধুরী বলেন, সেই গোপন কর্মসূচির কথাই বিপ্লবের মুখ দিয়ে বেরিয়ে পড়েছে। এতে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।

কংগ্রেসের সহ-সভাপতি তাপস দে বলেন, প্রতিবেশীদের সঙ্গে এমনিতেই ভারতের সম্পর্ক ভালো নেই। তার ওপরে এমন মন্তব্য ভারতকে বিশ্বে দরবারে আগ্রাসী রাষ্ট্র হিসেবে তুলে ধরবে।

বিগত বছরগুলোতে একের পর এক বিতর্কিত মন্তব্য করে আলোচনায় ছিলেন বিপ্লব। মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল বলে দাবি করেছিলেন তিনি। এছাড়া রবীন্দ্রনাথ নোবেল ফিরিয়ে দিয়েছিলেন, পাঞ্জাবি এবং জাঠদের বুদ্ধি কম- এমন মন্তব্যও করেছিলেন তিনি।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে উদ্দাম ফ্যাশন শো, মাতালেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, হ্যালি বেরি

সৌদি আরবে 'খোলামেলা' পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওনসহ অনেকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ