জর্ডানের নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দিল আমিরাত

অবশ্যই পরুন

জর্ডানের এক নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত। ফেসবুকে সম্পূর্ণ শান্তিপূর্ণ পোস্ট দেওয়ার ভিত্তিতে আদালতের এমন সিদ্ধান্তের সমালোচনা করছে মানবাধিকার গোষ্ঠীগুলো।

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) আমিরাত কর্তৃপক্ষকে ৪৬ বছর বয়সী জর্ডান নাগরিক আহমেদ ইতমকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, জর্ডানের সরকার এবং রাজ পরিবারকে শান্তিপূর্ণ সমালোচনার কারণে তাকে দোষী করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক অধিকার সংগঠন এইচআরডব্লিউ বিবৃতির মাধ্যমে জানায়, আমিরাতের আদালত আহমেদ ইতমকে ২০২০ সালের অক্টোবর মাসে ‘বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে ফেসবুক ব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত করে।

ওই পোস্টের মাধ্যমে ‘রাজনৈতিক সম্পর্ক নষ্ট হতে পারে’ এবং ‘জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত’ হতে পারে বলে বলা হয়।

এ প্রসঙ্গে বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসর এবং সিনিয়র ফেলো রামি খৌরি বলেন, অনেক আরব সরকার অন্য আরব রাষ্ট্রের নাগরিকদেরকে নিজ রাষ্ট্রের নীতির সমালোচনা করার জন্য প্রত্যার্পন করে আবার কখনও গ্রেপ্তার করে।

এটাকে তিনি ভয়ংকর ট্রেন্ড হিসেবে উল্লেখ করে এর ফলে অধিকাংশ আরব এলাকা সিঙ্গেল কর্তৃত্বপরায়ন সত্তায় রূপান্তর হয় বলে মন্তব্য করেন।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ