লকডাউনে গেল নিউজিল্যান্ডের সর্ববৃহৎ শহর অকল্যান্ড

অবশ্যই পরুন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন দেশের সর্ববৃহৎ শহর অকল্যান্ড লকডাউন ঘোষণা করেছেন। স্থানীয়ভাবে করোনা ভাইরাসের নতুন তিনটি কেস শনাক্ত হওয়ায় সংক্রমণ রোধের জন্য তিনি নির্দেশটি দিয়েছেন।

ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজের খবরে বলা হয়, অকল্যান্ডে এই লকডাউন তিন দিন স্থায়ী হবে এবং এই সময়ে শহরের বাসিন্দাদের বাড়িতে থাকতে হবে।

বিশ্বের বিভিন্ন দেশে যখন প্রাণঘাতী করোনা ভাইরাসে লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করেছে এবং সংক্রমণ ছাড়িয়েছে কোটিতে তখন করোনা নিয়ন্ত্রণ রেখে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে নিউজিল্যান্ড। করোনা মহামারির শুরুতেই সংক্রমণ রোধ করতে নিউজিল্যান্ড দেশি-বিদেশি নাগরিকদের জন্য সীমান্ত বন্ধ করে দেয়।

৫০ লাখ মানুষের দেশ নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মাত্র ২৩’শ এবং মৃত্যু হয়েছে ২৫ জনের।

প্রতিবেদনে বলা হয়, অকল্যান্ড শহরে নতুন করে লকডাউন ঘোষণার ফলে শহরটির ১৭ লাখ বাসিন্দাকে বাড়িতে থাকতে হবে। শপিং এবং প্রয়োজনীয় কাজ ছাড়া বের হওয়া যাবে না। স্কুল এবং অপ্রয়োজনীয় দোকান বন্ধ থাকবে। এছাড়া শহরে প্রবেশ এবং ত্যাগে বিধি-নিষেধ থাকবে।

উল্লেখ্য, লকডাউন এই তিন দিনে নিউজিল্যান্ড সরকার নতুন সংক্রমণের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করবে এবং করোনা পরীক্ষা করবে। কোনো কমিউনিটি সংক্রমণ হচ্ছে কিনা এর মধ্যে দিয়ে নির্ণয় করা যাবে।

সর্বশেষ সংবাদ

ফজরের সুন্নত ছুটে গেলে যা করবেন

সালাত বা নামাজ ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে দ্বিতীয়। এটি অন্যতম ফরজ ইবাদত। পবিত্র কুরআনে ৮২ বার নামাজের কথা এসেছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ