spot_img

আইপিএল নিলামের আগে শচিনপুত্রের এক ওভারে ৫ ছক্কা হাঁকালেন

অবশ্যই পরুন

আইপিএলে কি দল পাবেন শচিন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার? এ বছরের আইপিএল নিলামে অর্জুন প্রথমবারের মতো নিজের নাম অন্তর্ভুক্ত করার পর থেকেই এ নিয়ে কৌতূহল ক্রিকেটপ্রেমীদের।

এরই মধ্য আইপিএল নিলামের সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা করে নিয়েছেন অর্জুন। আর আইপিএল নিলামের আগে তো দুরন্ত পারফরর্ম্যান্স মেলে ধরলেন ২১ বছর বয়সী তরুণ।

মূলত পেস বোলার হলেও ব্যাটে-বলে ঝড় তুলতে দেখা গেছে অর্জুনকে। তার ব্যাটে ভর করে ম্যাচ জিতেছে এমআইজি ক্রিকেট ক্লাব।

পুলিশ শিল্ডে ইসলাম জিমখানার বিপক্ষে ম্যাচে জুনিয়র টেন্ডুলকর ১ ওভারে ৫টি ছক্কা মারেন। বোলার ছিলেন অফ-স্পিনার হাসির দাফেদার। ৩১ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন অর্জুন।

ধ্বংসাত্মক ইনিংসে তিনি মোট ৫টি চার ও ৮টি ছক্কা মারেন। বল হাতে ৪১ রানের বিনিময়ে ৩টি উইকেটও দখল করেন তিনি।

লকডাউনের পর মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আয়োজিত এটিই প্রথম টুর্নামেন্ট।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে এমআইজি ক্রিকেট ক্লাব নির্ধারিত ৪৫ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৩৮৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ইসলাম জিমখানা ৪১.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায়। ১৯৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে যায় এমআইজি ক্রিকেট ক্লাব।

আইপিএল নিলামের অর্জুনের নূন্যতম মূল্য ২০ লাখ রুপি। এ বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে সিনিয়র ক্রিকেটে অভিষেক হয় তার। তাতেই আইপিএল নিলামে নাম তোলার ছাড়পত্র পান অর্জুন।

 

 

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে উদ্দাম ফ্যাশন শো, মাতালেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, হ্যালি বেরি

সৌদি আরবে 'খোলামেলা' পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওনসহ অনেকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ