২০১৯ এর ডিসেম্বরেই চীনের উহানে করোনার ১৩টির ধরনের অস্তিত্ব ছিল বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তদন্ত দল।
সম্প্রতি করোনার উৎস অনুসন্ধানে চীনে গবেষণা করতে গিয়ে এমন তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দলেন প্রধান তদন্ত কর্মকর্তা পিটার বেন এমবারেক। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। গবেষণার জন্য কয়েক হাজার মানুষের রক্তের নমুনা চাওয়া হলেও তা দিতে চীন অস্বীকৃতি জানিয়েছে বলছেন গবেষকরা।
এমনকি চীনে প্রথম করোনা শনাক্তের খবর প্রকাশের আগেই অনেকে আক্রান্ত হয়েছিলেন বলে দাবি তাদের। ২০১৯ এর ডিসেম্বরেই উহানে এক হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছিল বলেও তথ্য দিয়েছে তদন্ত দলটি। করোনা উৎস অনুসন্ধানের জন্য যৌথভাবে কাজ করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীনের ৩৪ জন গবেষক।