spot_img

করোনা থেকে সুস্থদের জন্য ফ্রান্সে এক ডোজ ভ্যাকসিন

অবশ্যই পরুন

করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে ইতোমধ্যে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে এক ডোজই যথেষ্ট বলে সুপারিশ করেছে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়।

তবে একজন সাধারণ মানুষের জন্য দুই ডোজ করোনা ভ্যাকসিন প্রয়োজন বলেও মনে করছে তারা।

এমনকি যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পার্শ্বপ্রতিক্রিয়া বয়ে বেড়াচ্ছেন, তাদের ক্ষেত্রে ভ্যাকসিন নেয়ার জন্য তিন থেকে ছয় মাস পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

বিবিসি তাদের প্রতিবেদনে বলছে, বিশ্বে ফ্রান্সই প্রথম দেশ যারা করোনাভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রে নাগরিকদের জন্য এমন আনুষ্ঠানিক পরামর্শ রাখলো।

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তারা তাদের নাগরিকদের জন্য এখন পর্যন্ত ২ দশমিক ৮ মিলিয়ন ডোজ করোনা ভ্যাকসিন সরবরাহ করেছে।

করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত ৩ দশমিক ৪ মিলিয়ন মানুষ দেশটিতে ভাইরাসে আক্রান্ত হন এবং মারা গেছেন ৮১ হাজার মানুষ। যদিও আক্রান্তের প্রকৃত সংখ্যা এর থেকে অনেক বেশি বলে মনে করা হয়।

করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর তালিকায় ফ্রান্সের অবস্থান সপ্তম।

সর্বশেষ সংবাদ

উয়েফা নেশনস লিগ: কোয়ার্টারের সূচি ঘোষণা, কে কার প্রতিপক্ষ

উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে। সেই শেষের দিন দুয়েকের মাঝেই প্রকাশ্যে এলো কোয়ার্টার ফাইনালের লাইনআপ। শুক্রবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ