হারের বৃত্ত থেকে বের হতেই পারছে না লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএলে) ৩-১ গোলে হেরেছে লেস্টার সিটির কাছে।
লেস্টারের মাঠে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে চলে দু’দলের ম্যাচ। তবে, ফিনিশিংয়ের অভাবে প্রথমার্ধ্ব থাকে গোলশূন্য। দ্বিতীয়ার্ধে প্রথমে লিডটা ঠিকই নিয়েছিলো লিভারপুল। ৬৭ মিনিটে ফিরমিনোর অ্যাসিস্টে জালে বল জড়ান মোহামেদ সালাহ।
৭৮ মিনিটে লেস্টারকে সমতায় ফেরান ম্যাডিসন। তিন মিনিট পরেই লিভারপুলকে হতাশায় ডুবিয়ে ২-১ এ এগিয়ে নেন জেমি ভার্ডি। এর চার মিনিট পরেই বার্নস ব্যবধান বাড়িয়ে নেন ফক্সদের হয়ে। সেই সঙ্গে হার নিশ্চিত হয় ইয়্যুর্গেন ক্লপের শিষ্যদের।
এ নিয়ে টানা তিন ম্যাচ হারল অলরেডরা। ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট; টেবিলে অবস্থান ৪ নম্বরে। টেবিলের এক নম্বরে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫৩, ম্যাচ খেলেছে ২৩টি। এদিকে লিভারপুলের বিপক্ষে জয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লেস্টার সিটি। তাদের পয়েন্ট ৪৬।