spot_img

জুভেন্তাসের জয়রথ থামাল নাপোলি

অবশ্যই পরুন

নাপোলির মাঠে আবারো হারের বেদনায় পুড়তে হলো ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্তাসকে।  শনিবার সিরি ‘আ’-তে আধিপত্য ধরে রেখে খেললেও হার নিয়ে ফিরতে হয়েছে আন্দ্রেয়া পিরলোর দলকে। ক্রিস্তিয়নো রোনালদোরা ম্যাচটা হেরেছে ১-০ গোলে।

স্পট কিক থেকে করা গোলে প্রথমার্ধেই লিড নিয়েছিল নাপোলি। ৩১ মিনিটে দলকে এগিয়ে দেওয়া গোলটি করেন লরেন্সো ইনসিনিয়ে। এরপর ম্যাচে সমতা ফেরাতে মরিয়া চেষ্টা করে গেছে জুভরা। লাভ হয়নি। লিগে গত মৌসুমেও নাপোলির মাঠে ২-১ গোলে হেরেছিল তুরিনের দলটি।

জুভেন্তাস কতটা দাপুটে খেলেছে তা বোঝা যাবে ম্যাচ বিশ্লেষণেই। ৬৩ শতাংশ বল নিজেদের দখলে রেখে খেলেছে দলটি। ২৪টি শট নিয়েছে তারা গোলমুখে, এর মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। আর নাপোলির ৮ শটের ২টি ছিল লক্ষ্যে।

জুভেন্তাস অধিনায়ক জর্জিও চিলিনি ৪০০তম সিরি আ ম্যাচ খেলতে নেমেছিলেন। কিন্তু ম্যাচটা তার জন্য হয়ে থাকল ভুলে যাওয়ার। রোনালদোও চেষ্টা চালিয়ে গেলেন। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পেলেন না।

এদিকে নাপোলির জন্য এই জয়টা বেশ স্বস্তির। বিশেষ করে কোচ গেন্নারো গাত্তুসোর জন্য। কারণ ইতালিয়ান সংবাদ মাধ্যমে খবর ছিল, এই ম্যাচ হারলে চাকরি হারাতে পারেন ৪৩ বছর বয়সী কোচ।

শেষ পর্যন্ত কাঁধের ওপর থেকে বিষম চাপ দূর করা এক জয় পেয়েছে তার দল। তিনে থাকা জুভেন্তাসের চেয়ে মাত্র ২ পয়েন্ট কম নিয়ে টেবিলের চারে আছে নাপোলি।

২১ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয়ে ৪০ পয়েন্ট নাপোলির। সমান ম্যাচে ১২ জয়, ৬ ড্র ও ৩ হারে ৪২ পয়েন্ট জুভদের। ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইন্তার মিলান। ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। তারা অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ