spot_img

নেতানিয়াহুকে তিরস্কার করেনি হোয়াইট হাউজ

অবশ্যই পরুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিরস্কারের খবর অস্বীকার করেছে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি এ ব্যাপারে মার্কিন প্রশাসনের অবস্থান স্পষ্ট করেন।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

২০২১ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে শুভেচ্ছা জানিয়ে ফোন করেন ও অভিনন্দন বার্তা পাঠান। তবে প্রথম দিকে বাইডেন যে বিশ্বনেতাদের অভিনন্দন পেয়েছিলেন সে তালিকায় নাম নেই নেতানিয়াহুর। সম্প্রতি ছড়িয়ে পড়ে প্রথম ফোন করা বিশ্বনেতাদের তালিকায় না থাকায় নেতানিয়াহুকে তিরস্কার করেছেন বাইডেন। তবে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন খবর নাকচ করে দেন হোয়াইট হাউজের মুখপাত্র।

বিশ্লেষকরা মনে করছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর ব্যাপক ঘনিষ্ঠতায় অসন্তুষ্ট বাইডেন। মূলত এ কারণেই দুই নেতার সরাসরি যোগাযোগের অভাব পরিলক্ষিত হচ্ছে। তবে জেন সাকি জানিয়েছেন, জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার অপেক্ষায় রয়েছেন।

ঠিক কখন দুই নেতার আলাপ হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জেন সাকি বলেন, ‘আমি আপনাকে আশ্বাস দিতে পারি যে শিগগিরই তাদের কথা হবে। তবে সুনির্দিষ্ট কোনও সময়সীমা বলতে পারছি না।’

নেতানিয়াহু সৌজন্য ফোন করতে দেরি করায় তাকে তিরস্কার বা অসম্মান করা হয়েছে কিনা?

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করা হয়। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে কোনও প্রস্তাবে ভেটো দিয়ে থাকে ওয়াশিংটন। বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামা উভয়েই ক্ষমতা গ্রহণের কয়েক দিনের মাথায় তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন। তবে ওবামা আমলের শেষদিকে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটে। পরে ট্রাম্প প্রশাসন দায়িত্ব নিলে দুই দেশের সম্পর্কে ব্যাপক উন্নতি হয়। ব্যক্তিগত আগ্রহ থেকে মধ্যপ্রাচ্যের একাধিক মুসলিম দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে রাজি করান ট্রাম্প। ঘোষণা দেন সৌদি আরবসহ এ অঞ্চলের আরও বেশ কয়েকটি দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে।

মার্কিন নির্বাচনের পরপরই কয়েকটি মুসলিম দেশের ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কথা ছিল। ট্রাম্প প্রশাসনের প্রত্যাশা ছিল, তাদের নতুন মেয়াদের শুরুতেই হোয়াইট হাউজে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্বীকৃতি অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে এরমধ্যেই যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল ঘটে।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ