spot_img

‘করোনা আমাদের সঙ্গে থেকে যাচ্ছে’

অবশ্যই পরুন

ইউরোপীয় ইউনিয়নের রোগ নিয়ন্ত্রণ সংস্থার প্রধান ড. অ্যান্ড্রিয়ে অ্যামেন বলেছেন, করোনাভাইরাসকে দীর্ঘকাল ধরে মোকাবেলার প্রস্তুতি বিশ্ববাসীর রাখতে হবে।

তিনি বলেন, ‘এটিই প্রথম ভাইরাস নয়, যেটা আমাদের সঙ্গে থেকে যাচ্ছে। ভাইরাসের ক্ষেত্রে এটা ব্যতিক্রমও নয়।’

অ্যামেন এক সাক্ষাৎকারে এই সতর্কবার্তা দেন বলে যুক্তরাজ্যের ডেইলি মেইল জানিয়েছে। এক বছরে ১০ কোটির বেশি মানুষকে আক্রান্ত আর ২৩ লাখের বেশি প্রাণহানি ঘটিয়ে এখন কোভিড-১৯ মহামারীর প্রকোপ কমার ইঙ্গিত দেখা যাচ্ছে।

কিন্তু ইইউর রোগ নিয়ন্ত্রণ সংস্থার প্রধান বললেন, ‘মনে হচ্ছে, এটা (করোনাভাইরাস) থেকেই যাবে। এটা মানবদেহে বেশ ভালো করেই বাসা বেঁধে নিতে পেরেছে।’

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে সার্স জাতীয় এই ভাইরাস মানবদেহে সংক্রমিত হওয়ার পর দ্রুতই ছড়িয়ে পড়ে দেশে দেশে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা পাল্লা দিয়ে বাড়তে থাকে।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে উদ্দাম ফ্যাশন শো, মাতালেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, হ্যালি বেরি

সৌদি আরবে 'খোলামেলা' পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওনসহ অনেকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ