খেলোয়াড়ি জীবনকে বিদায় বলেছেন আব্দুর রাজ্জাক এবং শাহরিয়ার নাফীস।
শনিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন দুজন।
রাজ্জাক বলেন, ‘গতকাল পর্যন্ত বলতে পেরেছি আমি ক্রিকেট খেলোয়াড়, এখন থেকে বলতে হবে অন্যকিছু, যা আমার পেশা। হয়ত জিনিসটা সহজে বলতে পারছি তবে আমার জন্য এত সহজ না। ঘোরের মধ্যে আছি এখনো।’
১৯৯৪ সালে বিকেএসপিতে ভর্তি হয়ে শুরু হয় রাজ্জাকের ক্রিকেট জীবন।
এদিন তিনি বলেন, ‘১৯৯৪ সাল থেকে ক্রিকেটের মধ্যে, তখন বিকেএসপিতে ভর্তি হয়েছি। সেই জিনিসটাকে বিদায় বলা… তবে খুবই স্বাভাবিক ব্যাপার। একটা সময় আসলে প্রত্যেক মানুষকেই এক কাজ থেকে অন্য ভূমিকায় যেতে হয়। তারপরও আবেগ বলে যেহেতু একটা কথা আছে আমার মাঝে সেটা খুব কঠিনভাবে কাজ করছে। খুব ভালোভাবে কিছু বলা, গুছিয়ে বলা আমার জন্য একটু কঠিন।’
রাজ্জাক ইতিমধ্যে নির্বাচক প্যানেলের তৃতীয় সদস্য হিসেবে কাজ শুরু করে দিয়েছেন। নাফীস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের ম্যানেজার হিসেবে নিয়োগ পেতে চলেছেন। তাই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিতে হয়েছে তাদের।
বাংলাদেশের হয়ে ১৩ টেস্টের ২০ ইনিংসে ২৮ উইকেট নিয়েছেন রাজ্জাক। ১৫৩ ওয়ানডেতে নিয়েছেন ২০৭ উইকেট। ৩৪টি টি-টোয়েন্টিতে তার শিকার ৪৪টি।
এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৭ ম্যাচে ৬৩৪, আর ‘লিস্ট-এ’ ক্রিকেটে ২৮০ ম্যাচে ৪১২ উইকেট নিয়েছেন।
অন্যদিকে শাহরিয়ার নাফীস ২৪ টেস্টে ২৬.৩৯ গড়ে করেছেন ২২৬৮ রান। ১টি সেঞ্চুরির (১৩৮) পাশে আছে ৭টি ফিফটি। ৭৫ ওয়ানডেতে করেছেন ২২০১ রান। গড় ৩১.৪৪, স্ট্রাইক রেট ৬৯.৪৯। ৪টি সেঞ্চুরির পাশাপাশি আছে ১৩টি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ১২৩ রান। একমাত্র টি-টোয়েন্টি খেলে রান করেছিলেন ২৫।