spot_img

মোদীকে ‘ভীতু’ অ্যাখ্যা দিলেন রাহুল, কিন্তু কেন?

অবশ্যই পরুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘ভীতু’ বলে অ্যাখ্যা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লাদাখের প্যাংগং লেক থেকে সেনা প্রত্যাহার নিয়ে দর কষাকষি করতে গিয়ে প্রধানমন্ত্রী আসলে ভারতের জমি চীনকে ছেড়ে দিয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে কংগ্রেস সদর দপ্তরে রাহুল বলেন, এটা একশো ভাগ ভীরুতা। আর কিচ্ছু নয়। প্রধানমন্ত্রী ভীতু, যিনি চীনের সামনে রুখে দাঁড়াতে পারেন না।

‘প্রধানমন্ত্রী সেনার আত্মত্যাগে থুতু দিচ্ছেন। সেনার আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। এ দেশের, বাকি বিশ্বের কাউকে এর অনুমতি দেওয়া যায় না।’

রাহুলের এমন বক্তব্যের সমালোচনা করেছে বিজেপি। দলের সভাপতি জে পি নড্ডা রাহুলের অভিযোগকে ‘নতুন কংগ্রেস সার্কাস’ বলে কটাক্ষ করেছেন।

সরকারিভাবেও রাহুলের অভিযোগের জবাব দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানিয়েছে, চীনকে কোনো জমি ছেড়ে দেওয়া হয়নি।

তবে কংগ্রেসের বক্তব্য, প্রধানমন্ত্রী তো প্রথম থেকেই চীনের জমি দখলের কথা মানতে চাইছেন না। চীনের নামও উচ্চারণ করেননি তিনি।

সূত্র: আনন্দবাজার

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ