spot_img

কাশ্মীর ইস্যু : বাইডেন প্রশাসনের অবস্থানে হতাশ পাকিস্তান

অবশ্যই পরুন

কাশ্মীর ইস্যুতে জো বাইডেন প্রশাসনের অবস্থানকে ‘অসঙ্গতিপূর্ণ’ বলে দাবি করেছে পাকিস্তান।

১৮ মাস বন্ধ রাখার পর ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে দ্রুতগতির ইন্টারনেট সেবা চালু করায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি টুইট করে এ উদ্যোগকে স্বাগত জানায়।

টুইট বার্তায় বলা হয়, ‘ভারতের জম্মু ও কাশ্মীর’ এলাকায় দেড় বছর পর আবারও ফোরজি ইন্টারনেট পরিষেবা চালু করার উদ্যোগকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক এ টুইট বার্তায় হতাশা প্রকাশ করে বলেছে, কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে উল্লেখ করায় জো বাইডেন প্রশাসনের অবস্থানকে ‘অসঙ্গতিপূর্ণ।’ এতে স্বায়ত্তশাসিত অঞ্চলের মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়ার পদক্ষেপকে মার্কিন প্রশাসন এক অর্থে অনুমোদন দিয়ে দিল।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেন, এর মাধ্যমে ভারতের দখলদারিত্বকে স্বীকৃত দিল বাইডেন প্রশাসন।

সূত্র : আনাদোলু এজেন্সি

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ