কিছুদিন আগে আব্দুর রাজ্জাক রাজ জানিয়েছিলেন, শিগগিরই খেলোয়াড়ি জীবন থেকে অবসরের ঘোষণা দেবেন তিনি। বৃহস্পতিবার দেশের এক গণমাধ্যমকে এ বাঁহাতি স্পিনার জানান, ১৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে অবসর নেয়ার কথা ভাবছেন তিনি। তার সঙ্গে একইদিনে অবসর নেবেন দেশের আরেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস।
জানা গেছে, শনিবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়ি জীবনের ইতি টানার ঘোষণা দেবেন রাজ্জাক ও নাফিস। অবসর অনুষ্ঠানের আয়োজনে থাকবে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ‘কোয়াব’। কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার বিকেলে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি জাতীয় দলের নির্বাচক প্যানেলে মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার সুমনের সঙ্গে যোগ দিয়েছেন আব্দুর রাজ্জাক। এছাড়া শাহরিয়ার নাফিস পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পদ। এখনো তার পদবি জানা না গেলেও তিনি ক্রিকেট অপারেশন্সের বড় এক দায়িত্ব পাচ্ছেন বলেই জানা গেছে।
ওয়ানডেতে দেশের হয়ে প্রথম ২০০ উইকেট শিকারি বোলার আব্দুর রাজ্জাক। তিনি ১৩ টেস্টে ২৮ উইকেট, ১৫৩ ওয়ানডেতে ২০৭ উইকেট এবং ৩৪টি টি-২০ ম্যাচে ৪৪ উইকেট শিকার করেছেন।
অন্যদিকে দেশের ক্রিকেটের অন্যতম সফল ওপেনার শাহরিয়ার নাফিস। তিনি ২৪ টেস্টে এক সেঞ্চুরি ও ৭ হাফসেঞ্চুরিসহ ১২৬৭ রান করেছেন। একদিনের ক্রিকেটে খেলেছেন ৭৫ ম্যাচ, যেখানে তার রয়েছে ৪টি সেঞ্চুরি এবং ১৩টি হাফসেঞ্চুরি। রানসংখ্যা ২২০১। এছাড়া দেশের হয়ে ১টি টি-২০ ম্যাচ খেলে ২৫ রান করেছেন তিনি।