রাশিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করা হলে মস্কো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাশিয়ার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি।
ক্রেমলিনের কঠোর সমালোচক আলেক্সাই নাভালনির গ্রেপ্তার ও কারাদণ্ড নিয়ে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলো সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে। মস্কোর ওপর নতুন অর্থনৈতিক অবরোধ আরোপের সম্ভাবনা নিয়ে পশ্চিমা দুনিয়ায় আলোচনা চলছে।
ওই আলোচনার প্রেক্ষাপটে মস্কোর প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, আমরা সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত আছি। আমারা নিজেদের বৈশ্বিক দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে ফেলতে চাই না, কিন্তু আমাদের তা করার জন্য প্রস্তুত থাকতে হবে। শান্তি চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। সূত্র: রয়টার্স