spot_img

‘আত্মঘাতী’ ব্যাটিংয়ে দিন শেষ করলো বাংলাদেশ

অবশ্যই পরুন

ওয়েস্ট ইন্ডিজের করা ৪০৯ রানের জবাবে নেমে প্রথম ইনিংসে পর্যদুস্ত বাংলাদেশ। ১০৫ রানে ৪ উইকেট হারিয়ে অস্বস্তি নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

শুরু থেকে উইকেট হারানো বাংলাদেশ ১০৫ রানে দিন শেষ করেছে। মুশফিকুর রহিমের (২৭) সঙ্গে অপরাজিত আছেন মোহাম্মদ মিঠুন (৬)।

বিপদের ‍শুরুটা হয় সৌম্য সরকারকে দিয়ে। প্রথম ওভারের ৪টি বল খেলে কোনো রান না করেই গ্যাব্রিয়েলের বলে কাইল মেয়ার্সকে ক্যাচ দেন।

তৃতীয় ওভারে পথ ধরেন শান্ত। প্রথম বলে গ্যাব্রিয়েলকে চার মারার পর দ্বিতীয় বলে বোনারের হাতে ক্যাচ দেন।

১৫তম ওভারে বিদায় নেন মুমিনুল হক। ৩৯ বলে ২১ রান করে কর্নওয়ালের বলে সিলভার হাতে ক্যাচ দেন। ঠিক পরের ওভারে পথ ধরেন তামিম ইকবাল। ৫২ বলে ৪৪ রান করা ওপেনার জোসেফের বলে কাটা পড়েন।

মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে প্রথমদিন দারুণ ব্যাট করে সফরকারীরা। ৫ উইকেটে ২২৩ করার পর শুক্রবার চারশো পেরিয়ে যায় দলটি।

এদিন এনক্রুমার বোনারকে ফেরান মেহেদী হাসান মিরাজ। তার আগে ২০৯ বলে ৯০ রান করে যান তিনি। বোনার ফেরার পর যশুয়া ডি সিলভা টিকে যান। তাইজুলের বলে ডিফেন্স করতে গিয়ে বোল্ড হওয়ার আগে করেন ৯২। ১৮৭ বলে ১০ চারে এই রান করেন তিনি।

এরপর জোসেফ (৮২), ওয়ারিকেনকে (২) ফেরান রাহি।

রাহি ৪ উইকেট নিতে খরচ করেছেন ৯৮ রান। তাইজুলও ফেরান চারজনকে, তিনি দেন ১০৮ রান। একটি করে উইকেট সৌম্য সরকার এবং মেহেদী হাসানের।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ- প্রথম ইনিংস: ৩৬ ওভারে ১০৫/৪ (মুশফিক ২৭*, মিথুন ৬*)

আউট: সৌম্য ০, শান্ত ৪, মুমিনুল ২১, তামিম ৪৪

ওয়েস্ট ইন্ডিজ- প্রথম ইনিংস: ১৪২.২ ওভারে ৪০৯ (কর্নওয়াল ৪*)

আউট: ক্যাম্পবেল ৩৬, মোসলে ৭, ব্র্যাথওয়েট ৪৭, মায়ার্স ৫, ব্ল্যাকউড ২৮, বোনার ৯০, ডা সিলভা ৯২, আলজারি ৮২, ওয়ারিকান ২, গ্যাব্রিয়েল ৮।

সর্বশেষ সংবাদ

কপ-২৯ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৫...

এই বিভাগের অন্যান্য সংবাদ