দারুণ ফর্মে রয়েছেন। তবে শুক্রবার আনাস্তাসিয়া পোতাপোভার বিপক্ষে শুরুটা করেছিলেন মন্থর। পরে অবশ্য নিজের ছন্দ খুঁজে পান সেরেনা উইলিয়ামসন। শেষ পর্যন্ত কঠিন লড়াই তিনি জিতেন ৭-৬ (৭-৫), ৬-২ গেমে।
শুক্রবার প্রথম সেটে এক পর্যায়ে ৫-৩ এ পিছিয়ে পড়েছিলেন সেরেনা। পরে দুটি সেট পয়েন্ট বাঁচিয়ে তা জিতে যান। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সেরেনা পরের পর্বে লড়বেন সপ্তম বাছাই আরিনা সাবালেঙ্কাকে, বেলারুয়িশান এই বিগ হিটার ৬-৩, ৬-১ গেমে হারান আমেরিকান অ্যান লিকে।
এদিকে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোতে উঠেছেন গারবিন মুগুরুজাও। মাত্র ৫৮ মিনিটে তিনি কাজাখস্তানের জারিনা দিয়াসকে ৬-১, ৬-১ গেমে হারান। প্রথম তিন ম্যাচে মাত্র ১০ গেম হারা এই স্প্যানিশ পরের পর্বে খেলবেন নাওমি ওসাকা কিংবা ওন্স জাবেউরকে।