spot_img

সীমান্ত এলাকা অসামরিকীকরণ করতে চীন-ভারত সম্মত

অবশ্যই পরুন

চীন এবং ভারত সীমান্তবর্তী এলাকা থেকে সেনা সরিয়ে নিতে রাজি হয়েছে। গত জুন মাসে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে ভারত ও চীন একমত হলো।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার একথা ঘোষণা করেছেন। তিনি জানান, দু পক্ষ বিরোধপূর্ণ পানগং হ্রদ এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে একটি সমঝোতায় পৌঁছেছে। এই সিদ্ধান্তে পৌঁছানোর আগে ভারত ও চীনের সামরিক কমান্ডার এবং কূটনীতিকরা কয়েকদফা আলোচনায় বসেন। চীনের সঙ্গে ভারতের এই আলোচনাকে রাজনাথ সিং ‘টেকসই’ বলে মন্তব্য করেন।

তিনি আশা করেন, চীন এবং ভারতের এই পদক্ষেপের ফলে গত বছর সংঘর্ষ হওয়ার আগের অবস্থায় ফিরে আসবে দু দেশের সীমান্ত পরিস্থিতি।

এদিকে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ভারত এবং চীনের মধ্যকার আলোচনার প্রেক্ষাপটে যে সমস্ত সিদ্ধান্ত হয়েছে তার আলোকে সীমান্তবর্তী গোলযোগপূর্ণ হ্রদের তীর থেকে দুই দেশ সেনা প্রত্যাহার শুরু করেছে। গত বছরের জুন মাসে গালওয়ান উপত্যকা এলাকায় চীন এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা নিহত হয়। ওই ঘটনায় চীনের কোনো সেনা মারা গিয়েছে বলে খবর বের হয় নি।

সর্বশেষ সংবাদ

আগামীতে চিকিৎসা ক্ষেত্রে যেন কোনো রাজনীতি না হয়: ক্রীড়া উপদেষ্টা

রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার (২৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ