বেশ আগে থেকেই বিরাট কোহলির নেতৃত্ব প্রশ্নের মুখে পড়েছে। এরইমধ্যে অনেকেই তো টেস্টে ভারতের অধিনায়ক হিসেবে অজিঙ্কা রাহানেকে দেখতে শুরু করেছেন। ব্যাপারটি নিয়ে এবার মুখ খুললেন সাবেক ইংলিশ স্পিনার মন্টি পেনেসার। তিনি তো কোহলির অধিনায়কত্বেরই শেষ দেখছেন!
টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার পর কয়েকদিন ঘরের মাঠে প্রথম টেস্ট হারের স্বাদ পেয়েছে ভারত। যে কারণে সমর্থকদের একটা অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু করে অধিনায়ক কোহলির মুণ্ডপাত! তার নেতৃত্বগুণ নিয়েই প্রশ্ন তুলেছে তারা। এবার তাদের পথে হাঁটলেন মন্টিও, ‘বিরাট কোহলি সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। কিন্তু দল তার নেতৃত্বে ভালো খেলছে না। আমার মনে হয় কোহলি চাপে পড়ে যাবে।’
কোহলির নেতৃত্বে খেলা সর্বশেষ চার টেস্টেই হেরেছে ভারত। চেন্নাইয়ের আগে সর্বশেষটি ছিল অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট। অ্যাডিলেডের সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তো নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানে (৩৬) অলআউট হয়েছিল ভারত।
গেল অস্ট্রেলিয়া সফরে এক ম্যাচ খেলেই দেশে ফেরেন কোহলি। তবে তার অনুপস্থিতিতে রাহানে খুব ভালো অধিনায়কত্ব করেছে। এজন্য এখন নেতৃত্বে চাপটা বেশি কোহলির। এমনটাই মনে করেন পেনেসার।
১৩ ফেব্রুয়ারি চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারত। এই টেস্টেও ভারত হারলে কোহলির অধিনায়কত্ব বিরাট এক ধাক্কা খাবে বলেই মনে করেন পানেসার, ‘কোহলির নেতৃত্বে ভারত টানা চারটি টেস্ট হেরেছে। সংখ্যাটা যদি এবার পাঁচ হয়, আমার মনে হয় অধিনায়কত্বের পদ থেকে সড়ে দাঁড়াবে সে।’