করোনাভাইরাসের কারণে বিশ্বের বড় বড় অনুষ্ঠান পেছানো হয়েছে। এই সময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক আসর দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। প্রতি বছর ফেব্রুয়ারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হলেও এবার হবে এপ্রিলে। তবে ভার্চুয়ালি নয়, তারকাদের উপস্থিতিতেই হবে চলতি বছরের অস্কার অনুষ্ঠান।
বুধবার (১০ ফেব্রুয়ারি) আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, এবার তারকাদের উপস্থিতিতে অস্কারের ৯৩তম আসর অনুষ্ঠিত হবে। ডলবি থিয়েটারসহ একাধিক স্থান থেকে এটি সরাসরি প্রচার হবে।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে একজন মুখপাত্র জানান, বিশ্ব বিনোদন জগতে করোনাভাইরাসের কারণে ভয়াবহ ক্ষতি সত্ত্বেও কর্তৃপক্ষ প্রতি বছরের মতো অস্কার আয়োজন করতে চান। তবে এক্ষেত্রে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের স্বাস্থ্যবিধির বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে।
আগামী ১৫ মার্চ অস্কারের মনোনয়ন ঘোষণা করা হবে।