শুরুর জুটির দৃঢ়তায় ভালো সুযোগ পেয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকা টেস্টের প্রথম ঘণ্টায় ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেলকে একদমই ভাবাতে পারেনি স্বাগতিকরা।
প্রথম সেশনে ২৪ ওভারে মাত্র একটি উইকেট হারিয়ে ৭৩ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩১ রান নিয়ে এখনো ক্রিজে আছেন অধিনায়ক ব্র্যাথওয়েট। ৬৮ বলে ৫ চার ও এক ছক্কায় ৩৬ রান করে আউট হয়েছেন ক্যাম্পবেল। এখন ৪ রান নিয়ে ক্রিজে আছেন সেইন মসেলি।
দিনের শুরুটা বেশ আত্মবিশ্বাসের সঙ্গে করেছে সফরকারী দল। তাদের ওপেনিং জুটি ভাঙতেই ঘাম ঝরেছে বাংলাদেশের। ম্যাচ শুরুর দেড় ঘণ্টায় মাথায় এসে অবশেষে উদযাপনের উপলক্ষ পেয়েছে মুমিনুল হকের দল।
ইনিংসের ২১তম ওভারের তৃতীয় বলে তাইজুল ইসলাম ফিরিয়েছেন জন ক্যাম্পবেলকে। ৬৬ রানে প্রথম উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ১ উইকেটে ৭২ রান।
ক্যাম্পবেল খেলছিলেন বেশ দেখেশুনে। সেট হয়ে গিয়েছিলেন উইকেটে। তবে ভুল করে বসেছেন ৩৬ রানে এসে। তাইজুল ইসলামকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছেন ক্যারিবীয় ওপেনার।
তাইজুলের আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। যদিও সিদ্ধান্তটা পছন্দ হয়নি ক্যাম্পবেলের, রিভিউ নিয়েছিলেন। কিন্তু কাজের কাজ হয়নি। রিভিউতেও স্পষ্ট দেখা যায়, উইকেট হিট করতো বল।