spot_img

বিশ্বের সব সক্রিয় করোনাভাইরাস রাখা যাবে একটি কোলার বোতলে

অবশ্যই পরুন

বিশ্বজুড়ে যত কোভিড নাইন্টিনের ভাইরাস সক্রিয় রয়েছে তা সহজেই একটি কোকা কোলার বোতলে রাখা যাবে। বৃটিশ গণিতবীদ কিট ইয়াটেস সম্প্রতি হিসেব করে এই তথ্য দিয়েছেন। এরমধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, কত সামান্য পরিমাণ ভাইরাস বিশ্বের এতোবড় ক্ষতি করেছে। এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

খবরে বলা হয়, এই হিসেব করতে গিয়ে কিট বিশ্বজুড়ে করোনার নতুন সংক্রমণের হার ব্যবহার করেছেন। এরসঙ্গে তিনি হিসেব করেছেন মানুষের শরীরে কী পরিমাণ ভাইরাস থাকে তার গড়। তার হিসেবে বর্তমানে প্রায় দুই কুইন্টিলিয়ন কিংবা দুই বিলিয়ন বিলিয়ন করোনাভাইরাস বিশ্বে সক্রিয় রয়েছে। একটি করোনাভাইরাস বা সার্স-কোভ-২ এর আকার মাত্র ১০০ ন্যানোমিটার (এক মিটারের ১০০ বিলিয়ন ভাগের একভাগ)। এরপর নির্ধারণ করেছেন সক্রিয় সব ভাইরাস এক জায়গায় রাখলে তা কতখানি জায়গা দখল করবে।

তার হিসেবে বেড়িয়ে এসেছে, সব মিলিয়ে এই ভাইরাস দখল করবে মাত্র ৩৩০ মিলি লিটারের কোকাকোলার ক্যান।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ