গাইবান্ধায় ভুল চিকিৎসায় স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। সন্ধ্যায় গাইবান্ধা জেলা হাসপাতালের জরুরি বিভাগে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রতিবাদ করায় স্বজনদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
পরিবারের অভিযোগ, মঙ্গলবার বিকালে খেলাধুলা শেষে বাড়ি ফিরে অসুস্থ বোধ করলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র হাসিবুরকে হাসপাতালে ভর্তি করা হয়। তার স্বাস্থ্যর অবনতি হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে একটি ইনজেকশন দেন। এরপরই নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে কিছুক্ষণের মধ্যেই মারা যায় হাসিবুর।
যদিও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষ।