spot_img

সাকিবের জায়গায় ফিরলেন সৌম্য

অবশ্যই পরুন

২০১৯ সালে নিউজিল্যান্ড সফরে কি দূর্দান্ত পারফর্মই করেছেন সৌম্য সরকার। হ্যামিল্টনে বাউন্সি উইকেটে বোল্ট,সাউদি,হেনরি,ওয়েগারের তোপ সামাল দিয়ে ২৫৫ মিনিটে ১৪৯ রানের ইনিংসে নিজেকে প্রকৃত টেস্ট ব্যাটসম্যান হিসেবেই উপস্থাপন করেছেন সৌম্য।

অথচ, হোমে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ১৫ এবং ১৭ রানের ইনিংস দু’টিতেই সৌম্য পড়লেন টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের বাঁ চোখে। সেই থেকে ভারত সফর,পাকিস্তান সফর,হোমে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে জায়গা পাননি সৌম্য সরকার।

বিসিবি’র কেন্দ্রিয় চুক্তিতে লাল বলে হননি বিবেচ্য। ছিলেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত ১৮ সদস্যের টেস্ট স্কোয়াডেও। চট্টগ্রাম টেস্টে ইনজুরিতে পড়ায় ঢাকা টেস্ট থেকে ছিটকে পড়েছেন সাকিব।

তার স্থলে দ্বিতীয় টেস্টের দলে ফিরিয়ে আনা হয়েছে ১৫ টেস্টে ১ সেঞ্চুরি,৫ ফিফটিতে ৮১৮ রান এবং ৩ উইকেট শিকারী সৌম্য সরকারকে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ।

বুধবার অনুশীলনে যোগ দিবেন সৌম্য। ঢাকা টেস্টের আগের দিন অনুশীলনে যোগ দিয়ে পরদিন টেস্ট খেলবেন কিভাবে সৌম্য ?

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ