spot_img

আ.লীগ-বিএনপির ওপর জনগণ বিরক্ত: জিএম কাদের

অবশ্যই পরুন

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগ বা বিএনপি নয়, আগামী দিনে দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

মঙ্গলবার জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে যোগদান অনুষ্ঠা‌নে তিনি এসব কথা ব‌লেন।

জিএম কাদের বলেন, দুর্নীতি, দুঃশাসন, দলীয়করণের কারণে দল দুটির ওপরে মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। এই দুটি দ‌লের উপর দে‌শের মানুষ বিরক্ত।

তিনি বলেন, জনগণ চায় জাতীয় পার্টি আরো শক্তিশালী হয়ে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করুক। কারণ, জাতীয় পার্টির শাসনকালে দেশে দুর্নীতি, টেন্ডারবাজি ও দলীয়করণ ছিলো না। জাতীয় পার্টির শাসনামল মানেই উন্নয়ন ও সুশাসন।

অনুষ্ঠা‌নে কুড়িগ্রাম জজ কোর্টের সাবেক এডিশনাল পিপি ও সিনিয়র আইনজীবী এমদাদুল হক জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

আগামী জাতীয় নির্বাচনের আগেই দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এমপি।

এছাড়া প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টি চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আবদুস সবুর আসুদ, কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা জাতীয় যুব সংহতির সিনিয়র সহসভাপতি ফরিদ পাটেয়ারী, রাজীবপুর উপজেলা ছাত্র সমাজ সভাপতি নাজিমুদ্দৌলা, জাতীয় পার্টি উলিপুর পৌর সভাপতি রফিকুল আলম এবং জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় এনজিও বিষয়ক সম্পাদক মোস্তফা সুমন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

কপ-২৯ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৫...

এই বিভাগের অন্যান্য সংবাদ