spot_img

জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে ভারতকে

অবশ্যই পরুন

ঘরের মাঠে চেন্নাই টেস্টে বেশ বেকায়দার মধ্যে আছে স্বাগতিক ভারত। প্রথম টেস্ট জিততে বিশ^রেকর্ড গড়তে হবে দলটিকে। জয়ের জন্য ভারতকে ৪২০ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড। টেস্ট ইতিহাসে এত রান তাড়া করে জেতার রেকর্ড নেই।

প্রথম ইনিংসে জো রুটের ডাবল সেঞ্চুরিতে ৫৭৮ রান করে ইংল্যান্ড। জবাবে ভারত প্রথম ইনিংসে করে ৩৩৭ রান। দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। রবী চন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে মাত্র ১৭৮ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। আর তাতেই পাহাড়সম জয়ের টার্গেট পায় ভারত।

সে লক্ষ্যে খেলতে নেমে সোমবার ম্যাচের চতুর্থ দিন শেষে ভারতের সংগ্রহ এক উইকেটে ৩৯ রান। ওপেনার রোহিত শর্মা সাজঘরে ফিরেছেন ১২ রান করে লিচের বলে বোল্ড হয়ে। ক্রিজে অপরাজিত আছেন সুবমান গিল (১৫) ও চেতশ্বর পূজারা (১২)। পঞ্চম দিনে জিততে হলে ভারতের দরকার ৩৮১ রান। ইংল্যান্ডের চাই ৯ উইকেট।

রোববার তৃতীয় দিন শেষে ভারতের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৫৭ রান। ৩৩ রানে ওয়াশিংটন সুন্দর ও ৮ রানে অশ্বিন ছিলেন অপরাজিত। সোমবার চতুর্থ দিনে অশ্বিন ৩১ রানে ফিরলেও ওয়াশিংটন অপরাজিত ছিলেন ৮৫ রানে। ১৩৮ বলের ইনিংসে তিনি হাকিয়েছেন ১২টি চার ও দুটি ছক্কা।

লেজের সারির ব্যাটসম্যানরা ছিলেন যাওয়ার আসার মিছিলে। বল হাতে ইংল্যান্ডের হয়ে ডম বেস চারটি উইকেট নেন। দুটি করে উইকেট নেন লিচ, আরচার ও অ্যান্ডারসন।

একই দিনে দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। অল আউট হয় মাত্র ১৭৮ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরি করা জো রুট। এছাড়া পোপ ২৮, বেস ২৫, বাটলার ২৪ রান করেন। বল হাতে ভারতের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নেন রবি চন্দ্রন অশ্বিন।

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ