জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে সবসময়েই সরব হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। সম্প্রতি তিনি এই প্রসঙ্গে জো বাইডেনের উদ্দেশে একটি চিঠি লিখেছেন। অনুরোধ করেছেন জলবায়ুর পরিবর্তন থেকে পৃথিবীকে রক্ষা করতে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য।
ইনস্টাগ্রামে ডিক্যাপ্রিও লিখেছেন, ‘এখন জলবায়ু সংকট মোকাবিলার সময়। পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত বিশ্বের নানা প্রান্তের নেতাদের পাশাপাশি আমিও অনুরোধ করছি জো বাইডেনকে পরিবেশ আন্দোলনের দিক নির্দেশক হওয়ার জন্য।’
অভিনেতার মতে, করোনাভাইরাস থেকে মুক্তির পথে আমরা, এখন কাজ শুরু করা উচিত পরিবেশ নিয়ে। তিনি লিখেছেন, “আপনাকে মনে করা হবে ‘ক্লাইমেট প্রেসিডেন্ট’ হিসেবে, যিনি মানবতাকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছেন।’
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইকে তার প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রেখেছেন। প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরেছে যুক্তরাষ্ট্র।