spot_img

ইতিহাস গড়লেন অশ্বিন

অবশ্যই পরুন

টেস্ট ম্যাচে প্রথম বলে উইকেট নিয়ে শতবছরের রেকর্ড ভেঙ্গেছে রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের চলমান টেস্টের প্রথম ইনিংসে বড় লিড নিলেও দ্বিতীয় ইনিংসে সফরকারীদের শুরুটা ভালো হয়নি। অশ্বিনের করা ইনিংসের প্রথম বলেই আউট হন রোরি বার্নস।

ইনিংসের প্রথম বলেই স্পিনারের উইকেট শিকারের এই কীর্তি টেস্ট ক্রিকেট দেখেছে ১০০ বছরেরও বেশি সময় পর। সর্বশেষ এই কীর্তি দেখা গেছে ১৯০৭ সালে। দক্ষিণ আফ্রিকাণ ক্রিকেটার বার্ট ভোগলার গড়েছিলেন এই ইতিহাস। ১৮৮৮ সালে ইতিহাসের প্রথম স্পিন বোলার হিসেবে ইনিংসের প্রথম বলে উইকেট শিকার করেছিলেন ইংল্যান্ডের ববি পিল।

টেস্টে সব সময়ই নতুন বলে অধিনায়কদের ভরসা পেসারের উপর। ইংল্যান্ডের প্রথম ইনিংসেও ইনিংসের সূচনা করেছিলেন ভারতের পেসাররাই। তবে প্রথম ইনিংসে পেস বোলাররা খুব একটা কাজে আসেনি তাই দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের হাতে বল তুলে দিলে ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেন তিনি।

সর্বশেষ সংবাদ

জয় অধরা, ১০ জনের ভেনেজ়ুয়েলার বিরুদ্ধে ড্র ব্রাজ়িলের

ক্লাব ফুটবলে দুর্দান্ত ছন্দে থাকা ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলে এসে আরেকবার হয়েছেন ব্যর্থ। এই তারকা ফুটবলারের পেনাল্টি মিসের কারণে...

এই বিভাগের অন্যান্য সংবাদ