spot_img

রোনালদোকে হারিয়ে দশক সেরা মেসি

অবশ্যই পরুন

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) আয়োজিত দশকসেরার ভোটাভুটিতে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে হারিয়ে দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।আইএফএফএইচএস-এর ১৫০টি দেশের সদস্যদের ভোটাভুটিতে গত দশকের (২০১১-২০) বিশ্বের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বার্সেলোনা তারকা।

গত দশকে মেসি বার্সেলোনার হয়ে জিতেছেন দুটি চ্যাম্পিয়ন্স লিগ, রেকর্ড ছয়টি লা লিগা ও পাঁচটি কোপা দেল রেসহ আরও অনেক শিরোপা।

আর্জেন্টাইন তারকার ব্যক্তিগত অর্জনও কম নয়। ক্যারিয়ারের রেকর্ড ছয়বার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি, এই দশকেই চারবার। রেকর্ড সাতটি পিচিচি ট্রফির ছয়টিই জিতেছেন দশকে। ছোট-বড় আরও বেশ কয়েকটি ব্যক্তিগত পুরস্কার এই সময়ে উঠেছে তার হাতে।

এই দশকে আর্জেন্টিনার হয়ে কোনো ট্রফি না জিতলেও ২০১৪ বিশ্বকাপে দেশকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি, জিতেন বিশ্বকাপের গোল্ডেন বল। পরের দুই বছরে কোপা আমেরিকার দুটি আসরেও ফাইনালে তুলেছিলেন আর্জেন্টিনাকে।

অন্যদিকে, ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। এর আগে মাদ্রিদের ক্লাবটিতে দুর্দান্ত সময় কাটান তিনি। গত দশকে দলটির চারটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় ভূমিকা ছিল তার।

রিয়াল ও জুভেন্টাসের হয়ে দুটি করে লিগসহ অনেক শিরোপা জিতেছেন সিআরসেভেন। জাতীয় দলের হয়ে আছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও উয়েফা নেশন্স লিগ জয়ের অভিজ্ঞতা।

মেসির মতো ব্যক্তিগত অর্জনও আকাশছোঁয়া রোনালদোর। ক্যারিয়ারে পাঁচবার বর্ষসেরা এই ফুটবলার এই দশকে জিতেছেন চারবার।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে উদ্দাম ফ্যাশন শো, মাতালেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, হ্যালি বেরি

সৌদি আরবে 'খোলামেলা' পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওনসহ অনেকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ